Saturday, November 1, 2025

প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে ‘হেভিওয়েট’ বলেই প্রচার চলছে৷ কিন্তু তা মানতে নারাজ তৃণমূল প্রার্থী৷

বরং কৃষ্ণনগর উত্তরের তৃণমূল (TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) কটাক্ষ করে বিজেপি (BJP) প্রার্থী মুকুল রায়ের (Mukul Roy) উদ্দ্যেশে বলেই দিলেন, ‘‘কখনও কোনও নির্বাচনে জয়লাভ করেননি মুকুল রায়। আমরা ওঁকে হেভিওয়েট প্রার্থী বলে মনেই করি না।’’ কৌশানীর কটাক্ষের অবশ্য পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।

সিনেমার জগৎ থেকে সবে রাজনীতিতে এসেছেন কৌশানী৷ এসেই প্রার্থী হয়ে সরাসরি ভোটের ময়দানে৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আদর্শ’ করে কৌশানী জোড়াফুলে যোগ দিলেও, তাঁর প্রেমিক বনি সেনগুপ্ত নাম লিখিয়েছেন পদ্মশিবিরে।কৃষ্ণনগর উত্তরের ভোটযুদ্ধে এই কৌশানীর প্রতিপক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের মতো দুঁদে রাজনীতিক। কিন্তু মুকুলকে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ বলে মানতে নারাজ কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে এই কৃষ্ণনগর উত্তরে বিজেপি এগিয়েছিলো৷ একুশের লড়াইয়ে তৃণমূলই জিতবে বলে আত্মবিশ্বাসী কৌশানী। কৌশানী বলেছেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী একসঙ্গে ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। কিন্তু বিরোধীদের হাতে প্রার্থী এতই কম যে সাংসদদের বিধায়ক হিসেবে দাঁড় করাতে হয়েছে। একবারে সব নাম ঘোষণাও করতে পারেনি। বারে বারে জানাতে হয়েছে।’’ তৃতীয় বার বাংলার মানুষ মমতাকেই মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন বলে প্রত্যয়ী সুরে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-জোটে জট চলছেই, এবার পাঁচলায় ISF প্রার্থীকে সমর্থন করতে অস্বীকার ফরওয়ার্ড ব্লকের

ওদিকে এর জবাব দিয়েছ বিজেপি৷ বলেছে, রাজনীতিতে নতুন বলে কৌশানী মুকুলের ‘প্রোফাইল’ জানেন না৷ বিজেপি নেতা প্রণব রায় বলেছেন, ‘‘ তৃণমূলপ্রার্থী অবান্তর কথা বলছেন। কৌশানীর উচিত গুগল করে মুকুল রায় সম্পর্কে জেনে নেওয়া। দেশের প্রাক্তন রেলমন্ত্রী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সহ-সভাপতি তিনি। বাংলার রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা এবং পরিচয় কতখানি এবং কতদিনের, তা দলের নেতাদের কাছে জেনে নিন কৌশানী।’’

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version