শনিবার দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতার বাম প্রার্থীরা একসঙ্গে আলিপুরের জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন। দেবদূত ঘোষ ছাড়াও ছিলেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। মনোনয়ন জমা দিয়ে প্রার্থীদের বক্তব্য, সংযুক্ত মোর্চাই মানুষকে প্রকৃত বিকল্প দিতে পারবে। বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক। দুই দলের নকল ছায়াযুদ্ধ চলছে। এই দুই জনবিরোধী শক্তির বিরুদ্ধে সংযুক্ত মোর্চাই রাজ্যকে প্রকৃত বিকল্পের পথ দেখাবে।
আরও পড়ুন- বিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ