বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে কয়েকশো কর্মী নিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়লেন শ্রাবন্তী। তার আগে মন্দিরের প্রবেশ পথে পুস্পস্তবক দিয়ে এবং পুষ্প বৃষ্টি করে প্রার্থী বরণ করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা।
শ্রাবন্তী জানালেন, ছোটবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা। এখনও লালুদার ফুচকার টানে বাইপাসের অভিজাত আবাসন থেকে মাঝে মাঝেই এখানে চলে আসেন। স্বাধীনতা সংগ্রামীর নাতনি, ভারতীয় সেনা পরিবারের মেয়ে। তাই ঘরের মেয়েকেই এবার আশীর্বাদ করবে বেহালা পশ্চিমের মানুষ, প্রত্যয়ী শ্রাবন্তী।