২০১৯-২০ মরসুমে সিরি আ (Serie A)-র সেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(cristiano ronaldo)। গত মরশুমে জুভেন্তাসকে টানা তৃতীয় বার লিগ চ্যাম্পিয়ন করার সুবাদে ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বিচারে তাঁকেই সেরা বাছা হয়েছে।

এদিন পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “বছরটা অত্যন্ত খারাপ। কেউই এমন বছর চায়নি। কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখলে, টিমের আঙ্গিকে ভাবলে বছরটা অত্যন্ত পজেটিভ। আমরা লিগ জিতেছিলাম।” এরপাশাপাশি তিনি বলেন, “শুরুর দিকে শূন্য স্টেডিয়ামে খেলাটা খুব কঠিন ছিল। কিন্তু আমাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়ন হওয়া। আর সেটা আমরা করে দেখাতে পেরেছি। এটা ঘটনা যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না, এটাই ফুটবল।”

২০১৯ মরসুমে সাম্পদোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডোর করা গোলটাকে লিগে সেরা বাছা হয়েছে। এই গোলটিকে নিজের কেরিয়ারের সেরা গোল বললেন রোনাল্ড।

আরও পড়ুন:ধোনির রেকর্ড স্পর্শ করলেন আসগর