Sunday, August 24, 2025

এই প্রথম এক দিনে এ রাজ্যে ৩ লক্ষেরও বেশি মানুষকে করোনা টিকা (record number of Corona vaccination) দেওয়া হল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যের মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন। তবে এর পাশাপাশি নতুন করে করোনা(increasing the number of Corona infected patient) আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। যা মহানগরের চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের বেশ দুশ্চিন্তায় ফেলেছে। তাই বারবার হাত ধোওয়া, মাস্ক পরা, করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার বেশ অনেকটাই উর্ধ্বমুখী । গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে । সেইসঙ্গে বাড়ছে দৈনিক টিকাকরণের প্রবণতাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১০টি টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশজুড়ে প্রথম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। এই কর্মসূচি শুরু হওয়ার পর গত ৬ মার্চ এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল রাজ্য। ১৭ মার্চ গণ্ডি পেরোয় ২ লক্ষ। আর তারপর গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা রেকর্ড স্পর্শ করল। ফলে দৈনিক টিকাকরণের (Corona Vaccination) ভিত্তিতে রেকর্ড গড়ে নজির রাখল বাংলা (West Bengal)।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version