করোনা আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা, ভর্তি করা হল এইমস হাসপাতালে

দেশজুড়ে ফের করোনা সংক্রমনের ঘটনা ক্রমশ বাড়ছে। এহেন অবস্থায় মাঝেই রবিবার খবর এলো করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Om Birla)। রিপোর্ট পজেটিভ আসার পর ইতিমধ্যেই ওম বিড়লাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতাল(AIIMS Hospital)। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের অবিলম্বে কোভিড টেস্ট করার আবেদন জানিয়েছেন লোকসভার স্পিকার। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে চিকিৎসকদের তরফে।

আরও পড়ুন:যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবারো হাওয়াই চটি, ময়নার সভায় বললেন অভিষেক

তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে লোকসভার স্পিকার ওম বিড়লার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। এরপর তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের নির্দেশ মেনে কোভিড পরীক্ষা করানোর পর জানা যায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওম বিড়লা। রিপোর্ট প্রকাশ্যে আসার পর ২০ মার্চ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন লোকসভার স্পিকার। বর্তমানে সেখানে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

Advt

Previous articleযতই নাড়ো কলকাঠি, নবান্নে আবারো হাওয়াই চটি, ময়নার সভায় বললেন অভিষেক
Next articleতার দুঃখ ভোলানোর কেউ নেই, স্মৃতি আকড়ে একাই বাঁচবে এই বাচ্চা মেয়েটি