Thursday, August 28, 2025

মুম্বই থেকে পশ্চিমবঙ্গের ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন। এমনটাই সূত্রের খবর।

৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ‘গোখরোর ছোবল’এর হুমকি দিয়ে মিঠুন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শোনা গিয়েছিল তিনি বিজেপির বেশ কিছু জনসভায় উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। শুরু হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ দেওয়ার দিন থেকেই। যদিও মিঠুনকে দেখা যায়নি। ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতায় আসছেন। এবং টানা ৩ দিন থাকবেন। কিছু জনসভাতেও বক্তব্য রাখবেন। মানুষের মনে প্রশ্ন উঠছে, মিঠুনের ভোটার হওয়া নিয়ে। তাহলে কি মিঠুন কোনও একটি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন? কারণ বিজেপি এখনও বেশ কিছু প্রার্থী পদ ঘোষণা বাকি রয়েছে। প্রায় ১১ টি প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যেগুলি বাকি রয়েছে তার মধ্যেই কি একটিতে প্রার্থী হতে দেখা যাবে? তিনি কি ভোটযুদ্ধে নেমে পড়বেন? নাকি সমস্ত প্রচার পর্বে থেকে ভোটের ফল দেখে মিঠুন নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন?

আরও পড়ুন-“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

মিঠুন অবশ্য বিজেপিতে যোগ দিয়ে পরিষ্কার জানিয়েছিলেন, বিজেপির নীতি আদর্শ মেনেই রাজনীতি করতে এসেছেন। এবং প্রয়োজনে তিনি প্রার্থী বা মন্ত্রী কোনও কিছু হতেই তাঁর আপত্তি নেই। এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও তিনি বাংলার ভোটার হয়েছিলেন। তবে এখন কি ঠিকানা পরিবর্তন করলেন নাকি তিনি সেই সময় তাঁর নাম বাংলার ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়েছিলেন?

জানা গিয়েছে, কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। সূত্রের খবর, বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে।

 

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version