Monday, November 17, 2025

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

Date:

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir Sehwag)। ২২ গজে মার কাটারি ব্যাটিং করতেন বীরু। বয়সে ছোট হলেও একই মেজাতে ব্যাটিং করছেন পুত্র আর্যবীর।তাঁর ছেলে আর্যবীর সেহবাগও একই ধাতুতে গড়া। মাইলফলকের সামনে দাঁড়িয়েও আগ্রাসী ব্যাটিংই পছন্দ তাঁর।সেহবাগের ছেলে আর্যবীর পুরো বাবার মতোই ব্যাটিং করছেন। ২২ গজ পুরো ছক্কা ও চারের বৃষ্টিতে ধুইয়ে দিচ্ছেন বোলারদের।

দিল্লি প্রিমিয়ার লিগের (DPL 2025) দ্বিতীয় মরশুমে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বড় ছেলে, আর্যবীর সেহবাগ কিন্তু প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

যশ ধুলের (YASH DHUL) দলে জায়গা পাওয়া আর্যবীর শুরুতে কিছুটা ধীরস্থির হয়ে ব্যাটিং করছিলেন কিন্তু পরে আগ্রাসী ব্যাটিং করেন। নবদীপ সাইনির এক ওভারে পরপর দুটি বাউন্ডারি মারেন, যার মধ্যে একটি ছিল ডিপ এক্সট্রা কভার দিয়ে, অপরটি এক্সট্রা কভার ও লং-অফের মাঝ দিয়ে।

প্রাক্তন ওপেনারের ছেলে ইতিমধ্যে দিল্লি অনূর্ধ্ব-১৯ (Delhi U 19) দলে খেলেছে। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের কোবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে ২৯৭ রানের ইনিংসও আছে। আর্যবীর সেবাগের ছোট ভাই বেদান্ত দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে খেলে। অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফিতে ৩ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া হয়েছে আর্যবীরের। তা নিয়ে তা নিয়ে কোনও আক্ষেপ করেননি সিনিয়র সেহবাগ। ভারতের প্রাক্তন ক্রিকেটারের আক্ষেপ ছিল ছেলে ফেরারি গাড়ি জেতার সুযোগ হাতছাড়া করায়।

এর আগে অনূর্ধ্ব ১৯ পর্যাতে রাজ্যস্তরে ক্রিকেট খেলেছে। সেখানে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানও করেছিলেন। তাঁকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তাঁর ছোটভাই বেদান্ত সেহবাগ রয়েছে বি তালিকায়।
আগামী দিনে যে তিনি ক্রিকেট মাঠ মাতাতে তৈরি সেটা কিন্তু এখন থেকেই বুঝিয়ে দিচ্ছেন আর্যবীর।

Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version