Thursday, August 28, 2025

মুম্বই থেকে পশ্চিমবঙ্গের ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন। এমনটাই সূত্রের খবর।

৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ‘গোখরোর ছোবল’এর হুমকি দিয়ে মিঠুন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শোনা গিয়েছিল তিনি বিজেপির বেশ কিছু জনসভায় উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। শুরু হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ দেওয়ার দিন থেকেই। যদিও মিঠুনকে দেখা যায়নি। ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতায় আসছেন। এবং টানা ৩ দিন থাকবেন। কিছু জনসভাতেও বক্তব্য রাখবেন। মানুষের মনে প্রশ্ন উঠছে, মিঠুনের ভোটার হওয়া নিয়ে। তাহলে কি মিঠুন কোনও একটি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন? কারণ বিজেপি এখনও বেশ কিছু প্রার্থী পদ ঘোষণা বাকি রয়েছে। প্রায় ১১ টি প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যেগুলি বাকি রয়েছে তার মধ্যেই কি একটিতে প্রার্থী হতে দেখা যাবে? তিনি কি ভোটযুদ্ধে নেমে পড়বেন? নাকি সমস্ত প্রচার পর্বে থেকে ভোটের ফল দেখে মিঠুন নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন?

আরও পড়ুন-“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

মিঠুন অবশ্য বিজেপিতে যোগ দিয়ে পরিষ্কার জানিয়েছিলেন, বিজেপির নীতি আদর্শ মেনেই রাজনীতি করতে এসেছেন। এবং প্রয়োজনে তিনি প্রার্থী বা মন্ত্রী কোনও কিছু হতেই তাঁর আপত্তি নেই। এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও তিনি বাংলার ভোটার হয়েছিলেন। তবে এখন কি ঠিকানা পরিবর্তন করলেন নাকি তিনি সেই সময় তাঁর নাম বাংলার ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়েছিলেন?

জানা গিয়েছে, কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। সূত্রের খবর, বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে।

 

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version