আরও পড়ুন-বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা
শনিবার যশের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়েছিল কমিশনের কর্মীদেরও। তাঁর সঙ্গে একাধিক ছবি তোলেন কমিশনের কর্মীরা। এই সুযোগেরই সদ্ব্যবহার করেছেন বিরোধীপক্ষরা। তৃণমূল কর্মীরা শুরু থেকেই নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টতা নিয়ে অভিযোগ তুলেছিলেন। ফলত একজন প্রার্থীর সঙ্গে কমিশনের কর্মীরা কীভাবে এতটা ঘনিষ্ঠতা দেখাতে পারেন, প্রশ্ন তুলেছেন তাঁরা। সূত্রের খবর, একাধিক অভিযোগ আসার পর, যাঁরাই যশের সঙ্গে ছবি তুলেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। এমনকি তাঁদেরকে কারণ দর্শাতে হবে।
