নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয়েছে জায়গায় জায়গায় প্রচার। প্রচারে নেমেছে শাসক-বিরোধী দু’দলই। রাজ্যে এসেছেন ডোমজুরে বিজেপি কেন্দ্রের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালেই ডোমজুর বিধানসভা কেন্দ্র, বাঁকড়ায় প্রচারে নামেন তিনি। প্রচার শেষের মুখে শুরু হয় উত্তেজনা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। দেওয়া হয় ‘গোব্যাক’ স্লোগান । এরপরই তাঁদের লক্ষ্য করে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। জল এতটাই গড়ায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে।সাধারণ মানুষের ওপর লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ করেছেন জেলার তৃণমূল কর্মীরা।
বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...