Friday, August 22, 2025

এমনিতেই জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় জ্বলছে মধ্যবিত্তের হেঁসেল। এবার তার হাত থেকে রেহাই পাবেন না অসুস্থরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে ওষুধের দাম। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে এই মর্মেই সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র সরকার। ফলে আগামী মাস থেকেই অ্যান্টিবায়োটিক, পেনকিলার এবং সংক্রমণ-রোধী ওষুধের দাম অনেকটাই বাড়বে। দাম বাড়ানো হচ্ছে বার্ষিক হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) অনুযায়ী।
জানা গিয়েছে , সম্প্রতি ওষুধ উৎপাদনের খরচ বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ হারে। সেই তুলনায় বাড়তি দাম এমন কিছু নয়, বলছেন বিশেষজ্ঞরা ।
ওষুধ প্রস্তুতকারক সংস্থার বক্তব্য , লকডাউনের সময়ে কাঁচামাল, প্যাকেজিংয়ের খরচ বেড়েছে অনেকটাই। আর ওষুধ তৈরির উপকরণ অধিকাংশটাই আসে চিন থেকে। এক্ষেত্রে অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ হারে চিনের ওপর নির্ভরশীল ভারতের ওষুধ তৈরির সংস্থাগুলো।
লকডাউনের ফলে চিন থেকে কাঁচামালের জোগান কমে গিয়েছে। ফলে সংস্থাগুলিকে বেশি দাম দিয়ে কাঁচামাল কিনতে হয়েছে অন্য জায়গা থেকে। সুযোগ বুঝে চিনও কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে ১০ থেকে ২০ শতাংশ হারে। সবমিলিয়ে এই বাড়তি বোঝা কিন্তু চাপছে রোগীদের ওপরেই।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version