রবিবাসরীয় সকালে প্রথমেই গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে যান টালিগঞ্জের বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে ঘিরে থাকা মানুষদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। তারপর সেখান থেকে যান বিক্রমগড় বাজারে। সেখানে ছুটির দিনে বাজার করতে যাওয়া স্থানীয় বাসিন্দা এবং বিক্রেতার সঙ্গে জনসংযোগ পর্ব সারেন তিনি। সেখান থেকে যান আজাদগড় বাজার। সেখানেই আজ একটি পাঁঠার মাংসের দোকান উদ্বোধন হয়। ওই দোকানের বিক্রেতাকে ডেকে বাবুল বলেন, ‘তৃণমূলের কেউ যদি ফ্রিতে মাংস দিতে বলে দেবে না। সোজা থানায় ফোন করবে’। ভোটারদের মন পেতে কার্যত এই ভঙ্গিতেই আলাপচারিতা সারেন বাবুল। বাবুলের বক্তব্য, “বিশ্বাস পরিবার বিশ্বাসঘাতকতা করেছেন টালিগঞ্জের মানুষের সঙ্গে।” বাবুল বলেন, প্রত্যেক গলিতে গলিতে যাবেন তিনি।