Wednesday, November 12, 2025

বৃদ্ধ কবি গোবিন্দ দেবনাথের বয়স ৯৮ বছর। নিবাস সোদপুর ঘোলা। ঘরে ৮৬ বছর বয়সী অসুস্থ স্ত্রী । তবু জীবন যুদ্ধে হার মানতে রাজি নন তিনি । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে, তাই সোদপুর স্টেশনে স্বরচিত কবিতা পড়েন তিনি। তার সেই কবিতায় মুগ্ধ হয়ে পথচলতি মানুষ যে অর্থ দেন তাই দিয়েই স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করেন।
তবু কবি তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কিছুতেই হাত পাততে রাজি নন। বছর তিনেক আগে স্ত্রীর সেরিব্রাল হয়েছিল। চিকিৎসক দুবেলা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। কবি বলেন, দুবেলা ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা । তারপর খাবার খরচ। আমার এই কবিতাগুলো আমার কাছে প্রেমিকার মতো ।এই বয়সে কোথাও কাজ করে রোজগার করার সামর্থ্য আমার নেই। তাই নিজের লেখা কবিতা মানুষের কাছে পৌঁছে দিয়ে যা পাই, তাই দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চালাই।
তিনি বলেন, সবিতা আমার জীবনসঙ্গিনী। আমার জন্য অনেক কষ্ট করেছে। এই বয়সে অসুস্থ হয়েছে বলে কিভাবে ওকে ফেলে রাখি! বলতে বলতে চোখ চিকচিক করে ওঠে বৃদ্ধ কবির। তিনি বলতে থাকেন, একসময় বাংলাদেশ থেকে এপারে এসেছিলাম বাবা-মার হাত ধরে। অনেক কষ্টে শৈশবের দিনগুলো কেটেছে। কখনও খাবার জুটতো, আবার কখনও জুটতো না। তবু কবিতা ছিল আমার নিত্যসঙ্গী। সেই কবিতাই আজও আমায় বাঁচিয়ে রেখেছে।
স্থানীয় সোদপুর ক্লাবের সদস্যরা অনেক সাহায্য করেছেন বলে তিনি তাদের কাছে কৃতজ্ঞ। তবু বৃদ্ধ পরজন্মে ফের কবি হয়েই জন্মাতে চান।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version