নির্বাচনের আগেই বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে, বাড়ির সামনেই খেলছিল দু’টি শিশু। বল জাতীয় একটি জিনিস পড়ে থাকতে দেখে তারা। এরপর সেটি হাতে তুলে নিতেই জোরালো বিস্ফোরণে প্রাণ হারায় এক খুদে। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রসিদপুর এলাকায়। শিশুমৃত্যুর ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেতেই ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। আইসি, এসপি ও অ্যাডিশ্যানাল এসপিও ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, বোমার বিস্ফোরণেই মৃত্যু হয়েছে ওই শিশুর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা পর পর দুটি বিস্ফোরণ শুনতে পান। জোরালো এই শব্দ শুনে ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে আসেন তাঁরা। এরপরই দুটি শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ আফরোজ। বিস্ফোরণের জেরে শিশুটির মাথায় প্রবল আঘাত লাগে। আর সেকারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেখ আব্রাহাম নামে আরেক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড-এর একটি টীম। আদও বিস্ফোরকটি বোমা কিনা, তা খতিয়ে দেখছেন তাঁরা। বোমা হলেও ঠিক কী ধরণের বোমা সেখানে রাখা ছিল, আশেপাশে আর কোথাও বোমা রাখা আছে কী না তার তদন্তে নেমেছেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, গোলাকার ওই পদার্থটি আদও বোমা কিনা, তা জানার চেষ্টা চলেছে। বোমা হলেও ওই এলাকায় তা কোথা থেকে এল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাঁরা। এমনকি, ওই এলাকায় এরকম আরও কোনও বিস্ফোরক মজুত আছে কিনা তাও দেখা হচ্ছে।
