Thursday, August 28, 2025

ফের প্রার্থী নিয়ে হেস্টিংস কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার দুপুর থেকেই বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী আবাদ কিশোর গুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের।
এ প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যেভাবে ক্ষোভটা দেখানো হচ্ছে অতটাও ক্ষোভ নেই।
কোনও কোনও জায়গায় ক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তবে এই ধরনের ক্ষোভ-বিক্ষোভ বিজেপি দলের কাছে কাঙ্ক্ষিত নয় প্রত্যাশিত নয়। যারা প্রার্থী হয়েছেন তাঁরা সকলেই যোগ্য। তিনি বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরাও জানেন বাংলার ভবিষ্যৎ কী?পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনদিনের মধ্যেই সব ক্ষোভ প্রশমিত হয়ে যাবে।তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে। বিজেপি কর্মীদের এই ক্ষোভ প্রকাশ নিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছিলেন, বিজেপি দলটা আর ছোট নেই বড় হয়েছে। কয়েকদিন এরকম ক্ষোভ-বিক্ষোভ চলবে। ধীরে ধীরে কর্মীদের মধ্যে ক্ষোভ কমে যাবে। ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে চলবে কর্মীরা।
এদিন শমীক ভট্টাচার্য পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন, নির্বাচনের মুখে এই বিক্ষোভকে হাতিয়ার করে এগোতে পারবে না শাসকদল। মাত্র তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনী প্রচারে নামছে।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version