Thursday, August 21, 2025

অবশেষে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন৷

দেশজুড়ে ফের করোনা-আতঙ্ক মাথাচাড়া দিয়েছে৷ বাদ নেই বাংলাও
ক্রমশই ভয়াল হয়ে উঠছে
করোনাভাইরাস৷ দেশের একাধিক রাজ্য ফের বিধ্বস্ত হতে চলেছে৷
উদ্বেগ বাড়ছে বাংলাতেও৷ ভোটের রাজ্যে তোয়াক্কাও করা হচ্ছেনা করোনা- প্রোটোকলকে৷ ওদিকে নীরবে থাবা বসাচ্ছে করোনা এবং নতুন স্ট্রেন৷ রাজ্যে যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে এখনই সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা না গেলে শেষের দিকের কয়েক দফার নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেই চিকিৎসক মহলের আশঙ্কা৷ একাধিক রাজ্যের বেশ কিছু শহরে চলছে নাইট কার্ফু। সংক্ষিপ্ত লকডাউনও চলছে বেশ কয়েকটি শহরে৷ বাংলা তথা কলকাতায় সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবার নড়েচড়ে বসেছে নবান্ন৷ করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন করে বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যে বিধানসভা নির্বাচন (assembly election) দু’দিন বাদেই। সব ক’টি দলের ভোটপ্রচারে বুড়ো আঙুল দেখানো হচ্ছে করোনা-বিধিকে৷ বড় বড় সমাবেশে তোয়াক্কা করা হচ্ছে না সতর্কতা-বিধি৷
এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসক, এসপি এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। এই বৈঠকেই করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই নির্দেশে বলা হয়েছে,

◾নির্বাচন-প্রক্রিয়া কোভিড-প্রোটোকল মেনেই করতে হবে৷

◾রাজ্যজুড়ে প্রকাশ্যস্থানে শারীরিক দূরত্ব (physical distance) এবং মাস্ক (mask) বাধ্যতামূলক করতে হবে।

◾বিবাহ-সহ সব ধরনের সামাজিক উৎসবে করোনা-বিধি মানা হচ্ছে কিনা, নজর রাখতে হবে।

◾গণ-পরিবহণে কোভিড প্রোটোকল (covid protocol) মানতে হবে৷

◾রাজনৈতিক কর্মসূচি পালন এবং মিছিল, জনসভায় জরুরি স্বাস্থ্যবিধি মানার জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়েছে।

◾টিকাকরণের কাজ দ্রুত করতে হবে।

◾৬০ ও ৪৫ বছর (কো-মরবিডিটি) বয়সীদের শারীরিক দিকে
নজর রাখতে হবে।

◾করোনা টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে।

◾যে সমস্ত এলাকায় সংক্রমণ ধরা পড়ছে সেখানে প্রতিনিয়ত ‘নজরদারি চালাতে হবে৷

◾হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামো ঠিক আছে কি’না, তা ‘রিভিউ’ করতে হবে।

◾হাসপাতালগুলিতে অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।

◾প্রতিটি জেলায় অ্যাম্বুল্যান্স পরিষেবা সচল রাখতে হবে।

◾চালু রাখতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন।

◾প্রয়োজনে যেন ডাক্তার, নার্স, সিসিইউ স্টাফ পাওয়া যায়, এমন ব্যবস্থা তৈরি রাখতে হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version