রাজনৈতিক দল তথা দলের নেতা-নেত্রী থেকে প্রশাসনিক সর্বস্তর, সবাই ব্যস্ত বাংলার ভোট ( WB Election) নিয়ে৷ ফলে সর্বত্রই ঢিলেঢালা পরিস্থিতি৷ করোনা- বিধিকে (Corona Protocol) বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠেছে মিছিল-মিটিংয়ের৷ ঔদাসিন্য এবং গাফিলতির ফাঁক দিয়ে রাজ্যে ফের ছোবল মারা শুরু করেছে করোনাভাইরাস এবং তার নতুন স্ট্রেন৷ অথচ হেলদোল নেই কোনও তরফেরই৷ রাজ্যে সংক্রমণের নিরিখে কলকাতাই এখন সবচেয়ে এগিয়ে। মহানগরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১৪০০। উদ্বেগ বাড়ছে এই কারনেই যে টিকাকরণ চলাকালীনই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২০,৬৬৫ টি। এর মধ্যে ৬.৪৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ২.০৪ শতাংশ।

করোনা সংক্রমণ দ্রুত বেড়েই চলেছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ৪২২ জন নতুন করে কোভিড-আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ৩৫০- কাছাকাছি। ওদিকে সংক্রমণের সংখ্যার থেকে কমেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ২৯৫ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আক্রান্তের সংখ্যা তো বাড়ছেই, বৃদ্ধি পেয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জন কোভিড- রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন উত্তর ২৪ পরগনার এবং ১ জন হাওড়ার বাসিন্দা।

এদিকে, কলকাতার স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়ারদের মধ্যে করোনা সংক্রমণের জেরে বন্ধ হচ্ছে স্কুলগুলি। কলকাতার সেন্ট লরেন্স, লা মার্টিনিয়ার ফর বয়েজ বন্ধ হয়েছে আপাতত। কলকাতার চিত্রই রাজ্যে উদ্বেগ বৃদ্ধি করছে। সামনেই ভোট। সেই আবহে রাজ্যে ফের কোভিড বৃদ্ধি পাওয়া চিন্তায় রয়েছে রাজ্য সরকার৷ নির্বাচন কমিশনও উদ্বিগ্ন, সংক্রমণ বৃদ্ধি পেলে তার প্রভাব পড়বেই ভোট প্রক্রিয়ায়৷
