Thursday, November 13, 2025

পত্রবোমার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুম্বইয়ের প্রাক্তন সিপি পরমবীর

Date:

পত্রবোমার পর শুরু আইনি লড়াই। মহারাষ্ট্র সরকারের বদলির নির্দেশ নিয়মবহির্ভূত ও বেআইনি বলে উল্লেখ করে তা রদের দাবিতে এবার সুপ্রিম কোর্টের (supreme court) দ্বারস্থ হলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং (paramveer singh)। মুম্বই (Mumbai) পুলিশ কমিশনার (commissioner of police) পদ থেকে হঠাৎ করে সরিয়ে দিয়ে হোমগার্ড বিভাগে তাঁর স্থানান্তরের নির্দেশকে ‘বিধিবর্হিভূত’ এবং ‘বেআইনি’ বলে দাবি করেছেন তিনি। মহারাষ্ট্রের স্বরাষ্টমন্ত্রী ও এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকার তোলাবাজির মারাত্মক অভিযোগ এনেছেন পরমবীর সিং। তা নিয়ে তোলপাড় চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। এবার এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছেন অপসারিত পরমবীর।

গত বুধবার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে। তাঁর জায়গায় মুম্বই পুলিশের দায়িত্ব পান হেমন্ত নাগরালে। শিল্পপতি মুকেশ অম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য এই বদলি করা হয়েছে বলে সেই সময় জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এরপরই শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এক বিস্ফোরক চিঠি লিখে পরমবীর বলেন, অম্বানিকাণ্ডে ধৃত পুলিশকর্তা সচিন ভাজেকে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতি মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। তিনি বলেছিলেন মুম্বইয়ের ১৭ হাজারের বেশি বার, রেস্তরাঁ থেকে যদি ৩-৪ লক্ষ টাকা করে আদায় করা হয়, তবে মাসে ৪০-৫০ কোটি টাকা আদায় করা যাবে। বাকি টাকার ব্যবস্থা অন্যান্য জায়গা থেকে আদায় করা যাবে। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে বহু তদন্তে হস্তক্ষেপেরও অভিযোগও করেন পরমবীর সিং।

আরও পড়ুন:আম্বানিকাণ্ডের নজর ঘোরাতেই ‘তোলাবাজি’র অভিযোগ, দেশমুখকে স্বস্তি দিলেন পাওয়ার

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের এই পত্রবোমায় চরম অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। ঘটনার কড়া সমালোচনা করে অনিল দেশমুখের পদত্যাগ চেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরমবীর নিজে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সরকারের অস্বস্তি আরও বাড়ল সন্দেহ নেই।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version