Thursday, August 28, 2025

তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Date:

তৃণমূলের বিরুদ্ধে  সরাসরি  নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী (BJP candidate of Domjure Constituency) তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।  সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে যান বিজেপি প্রার্থী। অভিযোগ জানিয়ে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, লাগাতার ব্যক্তিগত আক্রমণ, সভায় হামলার চেষ্টার অভিযোগে তিনি নালিশ জানিয়েছেন । অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রয়োজনে  ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের  হুঁশিয়ারিও দিয়েছেন রাজীব।

রাজীববাবু বললেন, “দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আর সেই আক্রমণ শালীনতা, ভদ্রতার গণ্ডি পার করে যাচ্ছে।   নিয়মিত সভায় অশান্তি করছে তৃণমূলের লোকেরা। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। তাই কমিশনে অভিযোগ জানালাম। শীঘ্রই বিবেক দুবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব।” রাজীব বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, এভাবে পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের। এদিন ডোমজুড়ের বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, ‘খেলা হবে’ স্লোগান তুলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে।

রবিবার হাওড়ার বাঁকড়া ফাঁড়ি, জাপানি গেট, রাজীবপল্লি গ্যাস গোডাউন, জুগনু ক্লাব এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট (West Bengal Assembly Elections) প্রচারে বেরিয়েছিলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। সেখানে রাজীবকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।  ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তাঁদের উপর লাঠিচার্জ করেন রাজীবের নিরাপত্তারক্ষীরা। এমনকী মহিলাদের উপরও গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। যদিও রাজীব দাবি করেছিলেন, তৃণমূল কর্মীরাই ইট ছুঁড়েছিল। তার পালটা হিসেবেই বিক্ষোভকারীদের সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।

এদিন রাজীব আরও বলেন,  দিল্লিতে এখন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এটা বাংলার নির্বাচন। আর বাংলায় পরিবর্তন হবেই। এটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে দিল্লিকে জড়াচ্ছেন।” সোমবার বাঁকুড়ার কোতুলপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন তাঁর দলের একসময়ের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী তথা বর্তমান ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এদিন বাঁকুড়ার রতনপুরে সভা থেকে তৃণমূলত্যাগী অধুনা বিজেপি নেতার আরও অভিযোগ, ভোট এলেই নানা অজুহাত খাড়া করা মমতার পুরনো অভ্যাস।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version