Friday, November 14, 2025

তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Date:

তৃণমূলের বিরুদ্ধে  সরাসরি  নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী (BJP candidate of Domjure Constituency) তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।  সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে যান বিজেপি প্রার্থী। অভিযোগ জানিয়ে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বললেন, লাগাতার ব্যক্তিগত আক্রমণ, সভায় হামলার চেষ্টার অভিযোগে তিনি নালিশ জানিয়েছেন । অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রয়োজনে  ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের  হুঁশিয়ারিও দিয়েছেন রাজীব।

রাজীববাবু বললেন, “দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আর সেই আক্রমণ শালীনতা, ভদ্রতার গণ্ডি পার করে যাচ্ছে।   নিয়মিত সভায় অশান্তি করছে তৃণমূলের লোকেরা। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। তাই কমিশনে অভিযোগ জানালাম। শীঘ্রই বিবেক দুবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব।” রাজীব বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, এভাবে পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের। এদিন ডোমজুড়ের বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, ‘খেলা হবে’ স্লোগান তুলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে।

রবিবার হাওড়ার বাঁকড়া ফাঁড়ি, জাপানি গেট, রাজীবপল্লি গ্যাস গোডাউন, জুগনু ক্লাব এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট (West Bengal Assembly Elections) প্রচারে বেরিয়েছিলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। সেখানে রাজীবকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।  ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তাঁদের উপর লাঠিচার্জ করেন রাজীবের নিরাপত্তারক্ষীরা। এমনকী মহিলাদের উপরও গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। যদিও রাজীব দাবি করেছিলেন, তৃণমূল কর্মীরাই ইট ছুঁড়েছিল। তার পালটা হিসেবেই বিক্ষোভকারীদের সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।

এদিন রাজীব আরও বলেন,  দিল্লিতে এখন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এটা বাংলার নির্বাচন। আর বাংলায় পরিবর্তন হবেই। এটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে দিল্লিকে জড়াচ্ছেন।” সোমবার বাঁকুড়ার কোতুলপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন তাঁর দলের একসময়ের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী তথা বর্তমান ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এদিন বাঁকুড়ার রতনপুরে সভা থেকে তৃণমূলত্যাগী অধুনা বিজেপি নেতার আরও অভিযোগ, ভোট এলেই নানা অজুহাত খাড়া করা মমতার পুরনো অভ্যাস।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version