প্রসঙ্গত টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস।অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ। আর এই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর হয়ে সাংসদ বাবুল সুপ্রিয়-র নাম ঘোষণা করা হয়েছে। রবিবার নিজের কেন্দ্রে ভোটপ্রচারে বেরিয়েছিলেন তারকা প্রার্থী দেবদূত ঘোষ। অন্যদিকে দেখা যায় অরূপ বিশ্বাসকেও। সেইসময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে নির্বাচনী প্রচারে নেমেছিলেন বাবুল। জনসংযোগ সারতে সেন্ট্রাল পার্কের ভেতরে ঢুকে পড়েন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দ।