Friday, August 29, 2025

বর্ধমানে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের, চলছে জোড়দার তল্লাশি

Date:

বিস্ফোরণের ঘটনার পর কেটে গেছে একটি দিন। কিন্তু শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর। সোমবার রাতেই পূর্ব বর্ধমান (Purba Bardhaman) থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায়  বর্ধমান মেডিক্যাল কলেজে  এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত আরেক শিশু, ইব্রাহিম। আজই অস্ত্রোপচার করার কথা রয়েছে তাঁর। রসিকপুর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আজই ঘটনাস্থল পরিদর্শন করতে সেখানে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার সকালে বিস্ফোরণে শিশুমৃত্যুকে ঘিরে যে রহস্য ঘনীভূত হয়েছে, তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনার খবর পেতেই গতকাল মুখ্যমন্ত্রী তাঁর সভা থেকেই মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। গতকাল রাতেই মৃত শিশু, আফরোজের পরিবারের তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এলাকায় তল্লাশি শুরু করেছে। খোঁজ চলছে অভিযুক্তদের। তবে বিস্ফোরকটি আদও বোমা কিনা, তা খতিয়ে দেখার কাজ চলছে। তবে এই ঘটনায় এখনও কোনও কিনারা করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, অন্যান্যদিনের মতোই সোমবার সকালে বাড়ির সামনে খেলছিল দুই শিশু। সকাল ১১ টা ১৫ নাগাদ খেলতে খেলতে এলাকার একটি দোকানের পাশে মাটি খোঁড়ে তারা। বল জাতীয় একটি জিনিস দেখতে পায় শেখ ইব্রাহিম ও শেখ আফরোজ। সেগুলিতে হাত দিতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। গুরুতমভাবে জখম হয় ইব্রাহিম ও আফরোজ। বিস্ফোরণের শব্দ পেয়ে দু’ই শিশুর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বাড়ির বাইরে এলে দুজন খুদেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় এক আফরোজের। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে জখম ইব্রাহিম।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version