Thursday, May 15, 2025

পশ্চিমবঙ্গে সব আসনেই প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আজকের প্রার্থী তালিকাতেও নাম নেই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। সঙ্গে একাধিক তারকাদের নাম নেই প্রার্থী তালিকায়।

কিছুদিন আগেই কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। তাঁর বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছিলেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে। তখন থেকেই খুব স্বাভাবিক ভাবেই জল্পনা চলছিল সেই কেন্দ্রের প্রার্থী হওয়ার। অবশেষে আজকের প্রার্থী তালিকাও নাম ছিলনা মিঠুন চক্রবর্তীর।

আরও পড়ুন-চৌরঙ্গিতে শিখার পরিবর্তে দেবব্রত, কাশীপুর-বেলগাছিয়ায় শিবাজি! নতুন তালিকায় একাধিক পরিবর্তন বিজেপির

মঙ্গলবার বিজেপি বাকি থাকা ১৩ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতেই দেখা গেল সেখানে নেই মিঠুনের নাম। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন শিবাজী সিংহরায়। বহুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা, অনিন্দ্য, পুলক বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্ররা। দলের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কাঞ্চনা, রিমঝিমদের। পথে নেমে আন্দোলন করে গ্রেফতারও হয়েছেন তাঁরা। কিন্তু বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না এই তারকারা। পার্নো মিত্র বছর খানেক আগে বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। তবুও বরানগরের মতো গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব তাঁর কাঁধে ছেড়েছে গেরুয়া শিবির। কিন্তু সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েলের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের ভার দিয়েছে দল। পাশাপাশি সায়ন্তন বসুও একাধিকবার আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছে। বিজেপির সমস্ত কর্মসূচিতে তাঁকে দেখা যায়। তিনিও বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাননি।

Related articles

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের...

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার...
Exit mobile version