প্রথম একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানে জয় ভারতের, অভিষেক ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স ক্রুনাল পান্ডিয়া এবং প্রসিদ্ধ কৃষ্ণার

প্রথম একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের( England) বিরুদ্ধে ৬৬ রানে জিতল ভারতীয় দল( india team)। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শিখর ধাওয়ানের(shikhar dhawan )। অভিষেক ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স ক্রুনাল পান্ডিয়া( krunal pandya)  এবং প্রসিদ্ধ কৃষ্ণার( prasidh Krishna )।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান করে বিরাট কোহলির( virat kohli) দল। দুরন্ত ব‍্যাটিং করেন শিখর ধাওয়ান, বিরাট কোহলির। ৯৮ রান করেন গাব্বার। ৫৬ রান করেন বিরাট। বিরাট, শিখর আউট হতেই ভারতের রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যান কে এল রাহুল এবং ক্রুনাল পান্ডিয়া। অভিষেক ম‍্যাচে ৫৮ রান করে অপরাজিত ক্রুনাল। ৬২ রান করে অপরাজিত রাহুল। ইংল‍্যান্ডের হয়ে ৩ উইকেট নেন বেন স্টোকস। ২ উইকেট নেন মার্ক উড।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৫১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ৯৪ রান করেন ব্রিস্টো। ৪৬ রান করেন জেসন রয়। এদিন অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং করেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২ উইকেট ভুবনেশ্বর কুমার। ১ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বড় চোট পান শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা। শ্রেয়সের কাঁধের হাড় সরে যায়।  কুনুইয়ে চোট পান   রোহিত শর্মা। দুজনের কেউই আর ফিল্ডিং করতে পারেননি।

আরও পড়ুন:আইপিএলের জন‍্য প্রস্তুতি শুরু ঋদ্ধির

Advt

Previous articleতৃণমূলের হাত ধরে বঙ্গ ভোটে ‘সুপার মারিও’-র স্মৃতি
Next articleনির্বাচনের প্রস্তুতি দেখতে উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক