Sunday, November 9, 2025

ভিড় নেই বিজেপি নেতার রোড-শোয়ে, ‘বাংলার মানুষই বার্তা দেবেন’ : নাড্ডা

Date:

প্রথম দফা ভোটের আগে আজ একেবারে জম-জমাট ছিল বাংলা। মাথার ওপর সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে প্রচার যুদ্ধে শাহ-নাড্ডা, মমতা-অভিষেক। মঙ্গলবার যে সময়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড-শো করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঠিক একই সময় পূর্ব মেদিনীপুরের কাঁথি-তে রোড-শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ‘দিদির দূত’ গাড়িতে করে কাঁথিতে প্রচার করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।

নাড্ডার রোড শো-য়ে তেমন ভিড় চোখে না পড়লেও, জনতার ভিড় চোখে পড়ার মতো ছিল অভিষেকের রোড-শোতে। এদিন ঘাটালে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে এসে জেপি নাড্ডা বলেন, “বাংলার জনতা স্থির করেই নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে তাঁরা আশীর্বাদ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেবে বাংলার মানুষই”।

আরও পড়ুন-তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার

পশ্চিমবঙ্গে জিততে মরিয়া বিজেপি। তাই ঘন ঘন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা বাংলায় আসছেন প্রচারে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ, কখনও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কখনও আবার জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি এর আগেও কখনও মালদহে, কখনও আবার বর্ধমানে রোড-শো করেছেন। আজ বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের তরফে অমিত শাহ এবং জেপি নাড্ডা ছিলেন বাংলায়।

আগামীকাল বুধবার ফের রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির প্রচার পর্ব একেবারে জোরকদমে চলছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version