Wednesday, August 27, 2025

সরকার যতই মিথ্যা মামলা দিক, প্রতিটি আসনে জিতবে বিজেপি, বললেন মুকুল

Date:

সরকার যতই মিথ্যে মামলা দিক, যতই ফাঁসানোর চেষ্টা করুক, লাভ হবে না। বিজেপিই (Mukul Roy) এবার এ রাজ্যে ক্ষমতায় আসছে। মঙ্গলবার নিজের নির্বাচনী প্রচারের ফাঁকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। তিনি বলেন, “সরকার যতই পরিকল্পিতভাবে মিথ্যা কেস দিক। নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব।”

কুড়ি বছর পর ভোটের ময়দানে সরাসরি সম্মুখ সমরে মুকুল রায়। এর আগে ২০০১ সালে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। হেরে যান। এরপর মাঝের দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, নানা দায়িত্ব তিনি সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের চাণক্য। তবে ভোটে লড়েননি আর। এরপর তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে রাজনীতির নতুন ইনিংস শুরু হয়। এবার বিজেপির হয়ে ফের একবার ভোটের লড়াইয়ের ময়দানে। মুকুল রায়ের অন্যতম প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্য সরকার নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অনেক কেস দেবে, যুদ্ধ করবে। কিন্তু শেষমেশ আমরাই ক্ষমতায় আসব। রাজ্যের প্রতিটি আসনেই বিজেপি জিতবে বলে আশাবাদী ।

সম্প্রতি লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাইকে হত্যা মামলায় জামিন পেয়েছেন মুকুল রায়। যে মামলায় তাঁর বিরুদ্ধে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। গত ২২ মার্চ বোলপুর আদালতে জামিন পান এই মুকুল। আপাতত সব রকম আইনি জটিলতাকে দূরে সরিয়ে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুকুল।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version