Thursday, December 18, 2025

‘শ্যামাপ্রসাদের আদর্শ মানছেনা বিজেপি’, বঙ্গ- ভোটে ১৭০ প্রার্থী সর্বভারতীয় জনসঙ্ঘের

Date:

Share post:

গেরুয়া শিবিরের মাথায় কালো মেঘ৷ বিজেপির ভোটে ভাগ বসাতে রাজ্যের ভোট ময়দানে হাজির নবগঠিত ‘সর্বভারতীয় জনসঙ্ঘ'(All India Janasangha)৷

বাংলার ভোটে (WB Election) ১৭০ আসনে প্রার্থী (Candidates) দিচ্ছে এই দল। দলের প্রতিষ্ঠাতা-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য, “আড়াই মাস আগে তাঁদের দল প্রতিষ্ঠিত হয়েছে৷ দলে বিজেপি থেকে অনেকেই এসেছেন। বিজেপি থেকে আসা অনেকেই এবার প্রার্থী হচ্ছেন।”

এই দলকে অবশ্য পাত্তা দিতেই রাজি নয় বঙ্গ-বিজেপি (Bengal BJP)৷ দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছে, “এরা কালেই বিজেপি করেনি৷ এদের পিছনে তৃণমূলের ভোট বিশেষজ্ঞ পিকে-র কৌশল রয়েছে বলে মনে হচ্ছে। এরা বিজেপির কোনও ক্ষতিই করতে পারবে না।”

নতুন দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের নিজেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কিত নাতি বলে দাবি করে বলেছেন, “দীনদয়াল উপাধ্যায়ের পরিবারের সদস্যরাও এই দলে যোগ দেবেন।” বলেছেন, ” আমি
নিজে RSS-এর বারাকপুর অঞ্চলের ‘সদ্ভাবনা-প্রমুখ’ ছিলাম। বর্তমান বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নীতি ও আদর্শ থেকে সরে গিয়েছে৷ তাই বাধ্য হয়ে আমরা নতুন দল গঠন করেছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের নীতি-আদর্শ মেনে চলব। সর্বভারতীয় স্তরেও অনেকেই যোগাযোগ করছেন।নিজেকে বিজেপি’র নেতা দাবি করে নবগঠিত দলের আর এক নেতা চন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন, “বাংলার উন্নয়নের লক্ষ্যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলাম । কিন্তু বিজেপি এখন যেভাবে চলছে, তাতে ওই দলে থাকা যায়না। তাই নতুন বাংলা গড়তে শ্যামাপ্রসাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসংঘে যোগ দিয়েছি।”

রাজ্যে প্রায় ১৭০ কেন্দ্রে প্রার্থী দিয়ে সুব্রতবাবু
বলেছেন, “কুলতলি, জগদ্দল, কাঁচরাপাড়া, পূর্বস্থলী উত্তরে ভাল ফল করবে তাঁর দল। আদি বিজেপি থেকে প্রার্থী হচ্ছেন অনেকেই।” তিনি বলেছেন, “এই দলের লক্ষ্য সর্বভারতীয়৷ দিল্লি, ওড়িশা, তেলেঙ্গানা, আসাম, ত্রিপুরায় সংগঠন হয়েছে। উত্তরপ্রদেশে যোগী ঘনিষ্ঠ এক নেতা আমাদের দলের সভাপতি হয়েছেন। আগামী জুন-জুলাইতে বিজেপির প্রায় ২৫ জন সাংসদ আমাদের যোগ দিতে পারেন”৷

আরও পড়ুন:সরকার তিনি গড়বেন: প্রার্থী দেখে নয়, প্রতীকে ভোটের আবেদন তৃণমূলনেত্রীর

 

Advt

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...