আইপিএলের( ipl) জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ঋদ্ধিমান সাহা( wriddhiman saha )। অনুশীলনের সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ঋদ্ধি।

৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল। সেই নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান ব্যস্ত হয়ে পড়লেন অনুশীলনে। এদিন নিজেই টুইট করলেন সেই ভিডিও। লিখলেন, ‘তুঙ্গে আইপিএল-এর প্রস্তুতি’। ভিডিও তে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা গেল পাপালিকে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেমন মারলেন, তেমনই দেখা গেল পুল মারতেও।

১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ।

আরও পড়ুন:অসুস্থ প্রাক্তন ফুটবলার তুলসী দাস বলরাম
