Friday, August 22, 2025

দলবদলু বিশ্বজিৎ কেন প্রার্থী? প্রতিবাদ জানিয়ে নির্দল দাঁড় করাচ্ছে আদি বিজেপি

Date:

বিধানসভার (Assembly) শেষদিনে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তারপর থেকে বনগাঁ উত্তরের (Bangao North) বিদায়ী বিধায়ক (MLA) বিশ্বজিৎ দাসকে (Biswajit Das) নিয়ে জল্পনার অন্ত ছিল না। তাহলে ফের কি তৃণমূলে (TMC) ফিরছেন বিশ্বজিৎ? যদিও সে জল্পনায় জল পড়ে। রাজ্যে পঞ্চম ও অষ্টম দফার নির্বাচনে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তার পরই ফের বিদ্রোহ গেরুয়া শিবিরের অন্দরে। এবার বিদ্রোহ বিশ্বজিৎ দাসকে নিয়ে। তাঁর নিজের কেন্দ্র থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বাগদায় (Bagda)।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, তৃণমূল থেকে আসা নেতাকে কেন প্রার্থী করা হয়েছে? প্রার্থী বদল না করলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বাগদায়। এনিয়ে বিক্ষোভ মিছিল বের হয় উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারে।

বাগদায় বিজেপি কর্মীদের আরও দাবি, বিশ্বজিৎ দাস বহিরাগত। প্রার্থী করতে হবে ভূমিপুত্র অমৃতলাল বিশ্বাসকে। যিনি আদি বিজেপি। এ বিষয়ে বিক্ষোভকারী বিজেপি নেতা ও জেলা কমিটির সদস্য ভগীরথ ঘোষ বলেন, ওপরতলার নেতারা খোঁজ খবর না নিয়েই বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে। এখানকার বিজেপি কর্মীদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি বহিরাগত। তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। উনি এখানে হারবেন। অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করা হলে উনি জিততেন। প্রার্থী বদল না হলে অমৃতলাল বিশ্বাসকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version