আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের
হরিশ্চন্দ্রপুরের আদি বিজেপি কর্মীদের দাবি, মতিউর রহমানকে এলাকার মানুষ শুধু নন, চেনেনই না বিজেপির অধিকাংশ কর্মীরা। উনি ওই এলাকার বাসিন্দাই নন। এছাড়া বিজেপির সঙ্গে ওনার সম্পর্কও বেশিদিনের নয়। বিজেপির একাংশের প্রশ্ন তুলে অভিযোগ, “মতিউর রহমান নিরক্ষর (Illiterate)। নিজের নাম পর্যন্ত সই করতেও পারেন না তিনি। ফলে এমন একজন মূর্খ, অশিক্ষিত প্রার্থী কীভাবে বিধায়ক দাঁড়াতে পারে?”
জানা গিয়েছে, ইতিমধ্যেই মতিউর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবিতে দফায় দফায় বৈঠক করেছে জেলা নেতৃত্ব। রাজ্যের নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের ধারনা কেন্দ্র বিষয়টি বিবেচনা করে মতিউরকে সরানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন সমস্ত দিক বিচার না করে প্রার্থী করা হয়েছিল মতিউরকে? তা নিয়ে প্রশ্ন উঠছে।