Tuesday, May 6, 2025

প্রার্থী “মূর্খ-অশিক্ষিত-নিরক্ষর”! মালদহ বিজেপিতে ব্যাপক বিদ্রোহ

Date:

বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বিজেপির (BJP) অন্দরে বিদ্রোহ অব্যাহত। রাজ্যের প্রতিটি প্রান্তে, জেলায় জেলায় শুরু হয়েছে অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর। একই ছবি ধরা পড়ল মালদহে (Maldah)। সেখানেও আদি আর নব্য বিজেপির দ্বন্দ্ব তুঙ্গে। জেলার চারটি আসনেরই প্রার্থীবদলের দাবি তুলেছে গেরুয়া কর্মীদের একাংশ। বাকি আসন নিয়ে জটিলতা পরবর্তীতে মিটে গেলে হরিশচন্দ্রপুরে (HadishChandrapur ) মতিউর রহমান (Motiur Rahman) কিছুতেই মানতে রাজি নন দলের বহুদিনের নেতা-কর্মীরা। ‘‘নিরক্ষর’’ মতিউর রহমানকে হরিশচন্দ্রপুরের প্রার্থী হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না দলের পুরোনো কর্মী-সমর্থকরা। প্রবল বিক্ষোভের মুখে ওই আসনের প্রার্থী বদল করতে পারে বিজেপি, এমনটাও শোনা যাচ্ছে।

আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

হরিশ্চন্দ্রপুরের আদি বিজেপি কর্মীদের দাবি, মতিউর রহমানকে এলাকার মানুষ শুধু নন, চেনেনই না বিজেপির অধিকাংশ কর্মীরা। উনি ওই এলাকার বাসিন্দাই নন। এছাড়া বিজেপির সঙ্গে ওনার সম্পর্কও বেশিদিনের নয়। বিজেপির একাংশের প্রশ্ন তুলে অভিযোগ, “মতিউর রহমান নিরক্ষর (Illiterate)। নিজের নাম পর্যন্ত সই করতেও পারেন না তিনি। ফলে এমন একজন মূর্খ, অশিক্ষিত প্রার্থী কীভাবে বিধায়ক দাঁড়াতে পারে?”

জানা গিয়েছে, ইতিমধ্যেই মতিউর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবিতে দফায় দফায় বৈঠক করেছে জেলা নেতৃত্ব। রাজ্যের নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের ধারনা কেন্দ্র বিষয়টি বিবেচনা করে মতিউরকে সরানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন সমস্ত দিক বিচার না করে প্রার্থী করা হয়েছিল মতিউরকে? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...
Exit mobile version