Wednesday, August 27, 2025

প্রার্থী “মূর্খ-অশিক্ষিত-নিরক্ষর”! মালদহ বিজেপিতে ব্যাপক বিদ্রোহ

Date:

বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বিজেপির (BJP) অন্দরে বিদ্রোহ অব্যাহত। রাজ্যের প্রতিটি প্রান্তে, জেলায় জেলায় শুরু হয়েছে অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদ, ভাঙচুর। একই ছবি ধরা পড়ল মালদহে (Maldah)। সেখানেও আদি আর নব্য বিজেপির দ্বন্দ্ব তুঙ্গে। জেলার চারটি আসনেরই প্রার্থীবদলের দাবি তুলেছে গেরুয়া কর্মীদের একাংশ। বাকি আসন নিয়ে জটিলতা পরবর্তীতে মিটে গেলে হরিশচন্দ্রপুরে (HadishChandrapur ) মতিউর রহমান (Motiur Rahman) কিছুতেই মানতে রাজি নন দলের বহুদিনের নেতা-কর্মীরা। ‘‘নিরক্ষর’’ মতিউর রহমানকে হরিশচন্দ্রপুরের প্রার্থী হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না দলের পুরোনো কর্মী-সমর্থকরা। প্রবল বিক্ষোভের মুখে ওই আসনের প্রার্থী বদল করতে পারে বিজেপি, এমনটাও শোনা যাচ্ছে।

আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

হরিশ্চন্দ্রপুরের আদি বিজেপি কর্মীদের দাবি, মতিউর রহমানকে এলাকার মানুষ শুধু নন, চেনেনই না বিজেপির অধিকাংশ কর্মীরা। উনি ওই এলাকার বাসিন্দাই নন। এছাড়া বিজেপির সঙ্গে ওনার সম্পর্কও বেশিদিনের নয়। বিজেপির একাংশের প্রশ্ন তুলে অভিযোগ, “মতিউর রহমান নিরক্ষর (Illiterate)। নিজের নাম পর্যন্ত সই করতেও পারেন না তিনি। ফলে এমন একজন মূর্খ, অশিক্ষিত প্রার্থী কীভাবে বিধায়ক দাঁড়াতে পারে?”

জানা গিয়েছে, ইতিমধ্যেই মতিউর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবিতে দফায় দফায় বৈঠক করেছে জেলা নেতৃত্ব। রাজ্যের নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের ধারনা কেন্দ্র বিষয়টি বিবেচনা করে মতিউরকে সরানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন সমস্ত দিক বিচার না করে প্রার্থী করা হয়েছিল মতিউরকে? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version