Monday, November 3, 2025

করোনাবিধি : প্রচারে বেড়িয়ে ভোটারদের মন জয় করতে আর জড়িয়ে ধরা যাবে না

Date:

Share post:

করোনার (coronavirus) বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে নির্বাচন কমিশনের। তাই করোনাবিধি কড়া ভাবে লাগু করতে চাইছে (election commission)কমিশন। এখন থেকে প্রচারে গিয়ে আর সমর্থকদের হাত ধরা বা আলিঙ্গন করা যাবে না। ভোটের প্রচারে বেরিয়ে সংশ্লিষ্ট  প্রার্থী বা নেতা-নেত্রীরা শিশুদের কোলে তুলে নেন। সমর্থকদের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখেন। কিংবা অলিঙ্গনও করেন। ভোটাররা যে কত কাছের লোক, কত আপন তা বোঝাতে চেষ্টার কসুর রাখেন না প্রার্থীরা। (Vote candidate) । ভোটের আবহে এ দৃশ্য খুবই পরিচিত। কিন্তু এখন থেকে আর এই দৃশ্য দেখা যাবে না। কারণ  করোনা বিধিনিষেধ চালু করতে চলেছে নির্বাচন কমিশন। করোনা (Coronavirus) অতিমারীর (Pandemic) আবহে এহেন শারীরিক ‘নৈকট্য’ রাজনৈতিক কেরিয়ারে কার্যত দাঁড়ি টেনে দিতে পারে। এমনকী হতে পারে জেলও। করোনা বিধি ঠিকভাবে মেনে চলা হচ্ছে কি না তা দেখতে ইতিমধ্যেই  জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকদের  নির্দেশ দিয়েছে কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের কোভিড বিধি পালনের সমস্ত নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিতে বলা হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা পাঁচ জনের বেশি সদস্য-সমর্থক সঙ্গে রাখতে পারবেন না। প্রচারে বেরিয়ে বাধ্যতামূলকভাবে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে।অতিমারী সংক্রান্ত দূরত্ব বিধি মানতে হবে। একইরকমভাবে রোড শোয়ের ক্ষেত্রেও বিধি নিষেধ রয়েছে। নিরাপত্তারক্ষীর গাড়ি বাদে রোড-শোয় পাঁচের বেশি গাড়ি একসঙ্গে ব্যবহার করা যাবে না। এবং এই পাঁচ গাড়ির একটি কনভয়ের সঙ্গে পরেরটির দূরত্ব থাকতে হবে কমপক্ষে আধ ঘণ্টার। এছাড়াও রাজনৈতিক দলগুলিকে জনসভার অনুমতি দেওয়ার ক্ষেত্রে জেলাশাসকদের আরও সতর্ক হতে বলেছে কমিশন। প্রবেশ ও প্রস্থান পথ রয়েছে শুধুমাত্র এমন ময়দানকেই জনসভার অনুমতি দেওয়া যাবে। ময়দানগুলি আগে থেকে চিহ্নিত করতে হবে। একাজে সংশ্লিষ্ট জেলার কোভিড নোডাল অফিসারকে যুক্ত করতে হবে। পাশাপাশি জমায়েত কখনওই যাতে নির্ধারিত মাত্রা না ছাড়ায় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...