Tuesday, August 26, 2025

ইডি-সিবিআইয়ের অপব্যবহার করছে বিজেপি, UP পুলিশ দিয়ে ভোট নয়! কমিশনে নালিশ তৃণমূলের

Date:

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সি গুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি (BJP)। বিভিন্ন মামলায় অতিসক্রিয়তা দেখাচ্ছে CBI ও ED. নোটিশ পাঠিয়ে তলব করা হচ্ছে একের পর এক তৃণমূল (TMC) নেতাকে। একইসঙ্গে প্রার্থীদেরও নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। আর হঠাৎ ভোটের আগেই কেন্দ্রীয় সংস্থার এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, ‘‘উদ্দেশ্যপ্রণোদিত’’ ভাবে তৃণমূলকে বেকায়দায় ফেলতেই এমন কাজ করছে বিজেপি। এবং এই মর্মে কমিশনকে (Election Commission) চিঠি দিয়ে নালিশ করল তৃণমূল।

তৃণমূলের আরও অভিযোগ, একই মামলায় অভিযুক্ত বিজেপি নেতাদের কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ডাকছে না? কমিশনকে দেওয়া চিঠিতে এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। CBI-ED-NIA-IT-কে জরুরি নির্দেশ দেওয়ার জন্যও কমিশনে আবেদন জানিয়েছে রাজ্যের শাসক শিবির।

তৃণমূলের তরফে কমিশনে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, “গত পাঁচ বছরের বেশি সময় ধরে যেসব মামলা চলছে তার তদন্তে ভোটর আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল নেতা, প্রার্থী, মুখপাত্রদের সমন জারি করা হচ্ছে। অথচ, একই অভিযোগে অভিযুক্ত বিজেপির কোনও প্রার্থী, নেতা বা মুখপাত্রকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ডাকছে না। স্পষ্টতই যা প্রমাণ করেছে কেন্দ্রীয় সরকার যে দল পরিচালনা করছে তারা কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে। ভোটের আগে তৃণমূল সম্পর্কে ভুল বার্তা দিতেই এই কাজ করা হচ্ছে।”

এখানেই শেষ নয়। আরও একটি চিঠিতে তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, বাংলার ভোটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ৩০ কোম্পানি রাজ্য সশস্ত্র পুলিশ মোতায়েনেরও প্রতিবাদ করছেন তাঁরা উত্তরপ্রদেশ পুলিশ বাংলার ভোটে বিজেপির হয়ে কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল।

একইসঙ্গে কমিশনকে নালিশ করে বলা হয়েছে, ‘‘বাংলার ভোটে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। প্রচারে সামিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মন্ত্রী। প্রচারে এসে তাঁরা সরকারি দফতর, গাড়ি ব্যবহার করছেন, যা ক্ষমতার অপব্যবহার। কমিশন এই দিকে নজর না দিলে আদর্শ আচরণবিধি কার্যত হাস্যকর হয়ে উঠবে।”

আরও পড়ুন:করোনা আক্রান্ত উদ্ধব-পত্নী রেশমি, রিপোর্ট পজিটিভ আমিরেরও

 

Related articles

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...
Exit mobile version