Thursday, August 21, 2025

মার্চের শুরুতেই দেশে ফিরেছে গত বছরের করোনার স্মৃতি। প্রায় সব রাজ্যেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা আমির খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে।

দিন তিনেক আগেই উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁর মায়ের কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখন মালাবার হিলের বর্ষায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, ১১ মার্চ উদ্ধব ঠাকরে এবং তাঁর স্ত্রী রেশমি ঠাকরে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন-মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

৫৬ বছর বয়সী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও করোনা আক্রান্ত হন। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর নিশ্চিত করেছেন আমিরের মুখপাত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম-বিধিও মেনে চলছেন। পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া, কয়েকদিনের মধ্যে যাঁরা আমিরের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানানো হচ্ছে। আপাতত সুস্থ রয়েছেন আমির খান। সে ভাবে কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, রণবীর কাপুরও।

১৪ মার্চ ৫৬ বছরে পা দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেদিন তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও সরে দাঁড়ানোর কোথাও বলেছিলেন আমির। জানিয়েছিলেন, এবার থেকে ভবিষ্যত প্রোজেক্টের সমস্ত আপটেড তাঁর প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version