Thursday, November 6, 2025

করোনা আক্রান্ত উদ্ধব-পত্নী রেশমি, রিপোর্ট পজিটিভ আমিরেরও

Date:

মার্চের শুরুতেই দেশে ফিরেছে গত বছরের করোনার স্মৃতি। প্রায় সব রাজ্যেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা আমির খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে।

দিন তিনেক আগেই উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁর মায়ের কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখন মালাবার হিলের বর্ষায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, ১১ মার্চ উদ্ধব ঠাকরে এবং তাঁর স্ত্রী রেশমি ঠাকরে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন-মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

৫৬ বছর বয়সী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও করোনা আক্রান্ত হন। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর নিশ্চিত করেছেন আমিরের মুখপাত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম-বিধিও মেনে চলছেন। পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া, কয়েকদিনের মধ্যে যাঁরা আমিরের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানানো হচ্ছে। আপাতত সুস্থ রয়েছেন আমির খান। সে ভাবে কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, রণবীর কাপুরও।

১৪ মার্চ ৫৬ বছরে পা দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেদিন তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও সরে দাঁড়ানোর কোথাও বলেছিলেন আমির। জানিয়েছিলেন, এবার থেকে ভবিষ্যত প্রোজেক্টের সমস্ত আপটেড তাঁর প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version