Sunday, January 11, 2026

প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও কাকদ্বীপে রাজনাথের সভার মাঠ ফাঁকা রয়ে গেল

Date:

Share post:

প্রথম দফা ভোটদানের আগে আজ, বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখত চাইছে না কোনও দলই।এদিন ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং। তাই বাঁকুড়ার জোড়া সভার শেষে বৃহস্পতিবারই নির্বাচনী প্রচারে কাকদ্বীপে সভা করেন তিনি। কাকদ্বীপের সভায় বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা-র হয়ে প্রচার করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সভার শুরুতেই মঞ্চ থেকে তৃণমূলকে তোপ দাগেন প্রতিরক্ষা মন্ত্রী।
বৃহস্পতিবার গেরুয়া শিবিরের প্রথম দফার ভোট ব্যাঙ্ক নিশ্চিত করতে রাজনাথ বলেন, “এবার বঙ্গে আসছে বিজেপি। কাউকে ভয় করবেন না। জোরে ছাপ, তৃণমূল সাফ করুন।” মঞ্চ থেকে একরকম আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, “কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু দীপঙ্কর জানাকে নির্বাচনে জেতালে আবার আসব এখানে”। বাঁকুড়ায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর কাকদ্বীপেও মোটামুটি একই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ বিজেপি সরকার এলেই আসল বিকাশ হবে। জেতার এক মাসের মধ্যে সব বাড়ি পাকা করে দেওয়া হবে। তৈরি করা হবে শৌচালয়।” কৃষকদের উদ্দেশ্যে সেই একই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ কৃষকদের সকলকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।” যদিও আশাকর্মীদের উদ্দেশে রাজনাথ অনুদানের কথা বলতে গিয়ে তাঁদের কোনও সাড়া এদিন পাননি। মঞ্চ থেকে এরপর রাজনাথ বলেন, “আশাকর্মীদের জানিয়ে দেবেন তাঁদের অনুদান বাড়ানো হয়েছে”।
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজনাথ বলেন, “দিদি বলেন খেলা হবে। আমি বলি খেলা নয় বিকাশ হবে।” রাজনাথের বৃহস্পতিবার কাকদ্বীপের সভা থেকে বলেন, “আমি নিশ্চিত বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসছে।” যদিও এদিন তাঁর সভায় তেমন জনস্রোত দেখা যায়নি।

Advt

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...