কলকাতা পুলিশের ডিসি সাউথ ও এডিজি পশ্চিমাঞ্চলকে বদলি করেছে কমিশন। পাশাপাশি, ঝাড়গ্রামের (Jhargram) জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বদল করা হয়েছে কোচবিহার (Coochbehar), ডায়মন্ডহারবারের (Diamond Harbour)এসপিকেও।
ডিসি সাউথ সুধীর নীলকান্তকে সরিয়ে আনা হল আকাশ মেঘারিয়াকে।
এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংয়ের বদলে পদে এলেন ডক্টর রাজেশ কুমার।
ঝাড়গ্রামে ডিআইও আয়েশা রানির জায়গায় জয়শ্রী দাশগুপ্ত।
ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন এসপি অরিজিৎ সিনহা।
কোচবিহারের এসপি কে কান্নানের বদলে নতুন পুলিশ সুপার দেবাশিস ধর।
শাসকদলের অভিযোগ, বিজেপির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের আগেই এই রদবদল।
চব্বিশঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় করে কমিশন। তারপরেই এই সিদ্ধান্ত। ঝাড়গ্রামে প্রথম দফায় নির্বাচন রয়েছে। তার আগেই ডিএম-এসপি বদলের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।