মমতার নজরে নন্দীগ্রাম। তাঁর ‘লাকি’ জায়গা এটি। তাই এখান থেকেই ২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই নন্দীগ্রামে আগে থেকেই থাকার বন্দোবস্ত করে রেখেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবরে জানা গেছে, রবিবারই নন্দীগ্রামে পৌঁছবেন মমতা। সোমবার ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নন্দীগ্রামের একাধিক জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। এরপর দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন তিনি।