এলাকার মানুষদের দাবি, ওই তিনজনের কাছে টাকার বান্ডিল ছিল। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তারা। যে লজে এই তিন হিন্দিভাষি বহিরাগত ডেরা বেঁধেছিল, খবর পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা হাজির হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) ভোটে সন্ত্রাস করার জন্য বাইরের রাজ্য থেকে লোক এনেছে। এরকম আরও ৮০ জনকে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে।
এদিকে পুলিশ এসে লজ থেকে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে গণধোলাই দিতে শুরু করে। পুলিশ অনেক কষ্টে মারমূখী জনতার হাত থেকে আটক ব্যক্তিদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিল, কবে এসেছিল, কার নির্দেশে এসেছিল, তারা কি বিশেষ কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল? এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই খেজুরির নিজকসবা এলাকা থেকে তিন হিন্দিভাষি বহিরাগত ধরা পড়েছিল। বৃহস্পতিবার ফের কাঁথিতে তিনজনকে আটক করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন :মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী