Thursday, November 13, 2025

মিথ ভেঙে চুরমার, অধিকারী গড়েই বাধার মুখে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু

Date:

বছরের পর বছর, যুগ যুগ ধরে সমগ্র পূর্ব মেদিনীপুর (East Medinipur) “অধিকারী গড়” বলে পরিচিত। বাম জমানাতেও রাজনৈতিক ভাবে দাপট ছিল শিশির অধিকারীদের (Sishir Adhikary)। কিন্তু গত কয়েক মাসে সেই ছবিটা অনেকটাই বদলে যায়। যখন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। এরপর একে একে তাঁর ছোটভাই গেরুয়া শিবিরে নাম লেখেন। দিব্যেন্দু (Debendu Adhikary) আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম না লেখালেও তিনি বেসুরো। আর বৃত্ততা সম্পূর্ণ হয়, যখন কদিন আগেই শান্তিকুঞ্জের বড়কর্তা শিশির অধিকারী বিজেপির পতাকা তুলে নেন।

আর দলবদলের পর থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে নিজেদের আধিপত্য কমতে থাকে। নন্দীগ্রাম হোক, কাঁথি কিংবা এগরা শুভেন্দু হোন কিংবা শিশির, বাধা-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। “বেইনান”, “গদ্দার”, “মীরজাফর” বিশেষণ শুনতে হচ্ছে তাঁদের। তাহলে কি পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট বা গ্রহণযোগ্যতা কমছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এরমধ্যেই আজ, শনিবার রাজ্যে প্রথম দফার ভোটের দিন  নিজেদের গড় বলে পরিচিত কাঁথিতে আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে, শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু (Soumendu Adhikary)।অভিযোগ, রাস্তা আটকে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় সৌমেন্দুর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালককেও। অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের সাবাজপুট এলাকায় বাধা পান, বিক্ষোভের মুখে পড়েন সৌমেন্দু অধিকারী। প্রার্থীর নির্বাচনী এজেন্ট হওয়ায় এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছিলেন তিনি। একটি বুথে ঢোকার সময় সাবাজপুট এলাকায় তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালক গোপাল সিংকে।

সৌমেন্দুর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে বুথ জ্যাম করার খবর পেয়ে সাবাজপুট গিয়েছিলেন তিনি। সেই সময়ই দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এলাকার সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অধিকারীরা। গণ্ডগোল পাকানোর চেষ্টা করায় জনরোষের মুখে পড়তে হয়ে

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version