Wednesday, August 27, 2025

বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের(Mitali express) উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন শেখ হাসিনার(Sheikh Hasina) কার্যালয় দীর্ঘক্ষন দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বাংলাদেশের নানান প্রান্তে একের পর এক কর্মসূচি সেরে বিকেল পাঁচটা নাগাদ শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য, বাণিজ্য, বিদ্যুৎ ও উন্নয়নমূলক সহযোগিতা-সহ বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি আলোচনা হয় তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েও। জানা গিয়েছে, এই চুক্তি সফল করার জন্য ভারত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বৈঠকের পর ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসসহ একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তবে উদ্বোধন হলেও এখনই চালু হচ্ছে না এই ট্রেন। জানা গিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দেশের সংযোগ স্থাপনকারী এই ট্রেন চালু হয়ে যাবে।

আরও পড়ুন:বিজেপির কথায় বুথে নিয়ম বদল: মুকুল-শিশিরের বিস্ফোরক অডিও প্রকাশ করে অভিযোগ তৃণমূলের

পাশাপাশি বৈঠক শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি সোনা ও রুপার মুদ্রা উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভারতের তরফে ১২ লক্ষ করোনা টিকার প্রতীক উপহারস্বরূপ তুলে দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে। উপহারস্বরুপ দেওয়া হয় ১০৯ টি অ্যাম্বুলেন্সের প্রতিকী চাবি। পাশাপাশি বৈঠকের পর সমঝোতা স্মারক বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version