Saturday, November 15, 2025

‘মিতালী এক্সপ্রেস’ সহ মোদি-হাসিনা বৈঠকে একরাশ প্রকল্পের উদ্বোধন

Date:

বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের(Mitali express) উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন শেখ হাসিনার(Sheikh Hasina) কার্যালয় দীর্ঘক্ষন দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধান একে অপরের হাতে বিভিন্ন উপহার তুলে দেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বাংলাদেশের নানান প্রান্তে একের পর এক কর্মসূচি সেরে বিকেল পাঁচটা নাগাদ শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য, বাণিজ্য, বিদ্যুৎ ও উন্নয়নমূলক সহযোগিতা-সহ বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি আলোচনা হয় তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েও। জানা গিয়েছে, এই চুক্তি সফল করার জন্য ভারত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বৈঠকের পর ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসসহ একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তবে উদ্বোধন হলেও এখনই চালু হচ্ছে না এই ট্রেন। জানা গিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দেশের সংযোগ স্থাপনকারী এই ট্রেন চালু হয়ে যাবে।

আরও পড়ুন:বিজেপির কথায় বুথে নিয়ম বদল: মুকুল-শিশিরের বিস্ফোরক অডিও প্রকাশ করে অভিযোগ তৃণমূলের

পাশাপাশি বৈঠক শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি সোনা ও রুপার মুদ্রা উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভারতের তরফে ১২ লক্ষ করোনা টিকার প্রতীক উপহারস্বরূপ তুলে দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে। উপহারস্বরুপ দেওয়া হয় ১০৯ টি অ্যাম্বুলেন্সের প্রতিকী চাবি। পাশাপাশি বৈঠকের পর সমঝোতা স্মারক বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে।

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version