Tuesday, December 16, 2025

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই প্রথম দফা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Date:

দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতে শেষ হলো রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assambly Election) প্রথম দফা। শেষ পাওয়া খবরে অনুযায়ী, সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল।

ঝাড়গ্রামে (Jhargram) কেন্দ্রীয় বাহিনীর মারে জখম শিশুকন্যা সহ মোট ১২ জন, হাসপাতালে নিয়ে যান তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)।
দাঁতনের মোহনপুরে ধুন্ধুমার। শাসকদল ও বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে আধাসেনা।

বিজেপি (Bjp) নেতা সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়ির উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাঁথির সাবাজপুটে৷ হামলায় জখম হন গাড়ির চালক৷ সৌমেন্দুর অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। পাল্টা সৌমেন্দুর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তৃণমূল নেতা।
শালবনির সিপিআইএম (Cpim) প্রার্থী সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) উপর হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেইসঙ্গে সংবাদমাধ্যমের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।
মেদিনীপুরের সদর কেন্দ্রে বুথ জ্যামের প্রতিবাদে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুথ জ্যাম হওয়ায় প্রতিবাদ করেন তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা। বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

খেজুরির উত্তর বোগায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কমিশনে অভিযোগ জানানো হয়েছে শাসকদলের তরফ থেকে।

আরও পড়ুন- বিজেপির কথায় বুথে নিয়ম বদল: মুকুল-শিশিরের বিস্ফোরক অডিও প্রকাশ করে অভিযোগ তৃণমূলের

ভগবানপুরের ভূপতিনগরে তৃণমূল কর্মীদের মারধর করে বুথের বাইরে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভগবানপুরে সাতশতমালেও ভোরে বোমাবাজি হয়।

এবার উন্নয়নের খেলা, ঝাড়গ্রামে ৪-০ জিতবে তৃণমূল, ভোট দিয়ে দাবি করেন ছত্রধর মাহাত (Chatradhar Mahata)। কেন্দ্রের অন্তর্গত লালগড় কেন্দ্রের বুথে সস্ত্রীক ভোট দেন তিনি। ছত্রধর বলেন, “১১ বছর পর আবার ভোট দিতে এলাম। তাই অনুভূতিটা অন্যরকম। এর আগে আমি ভোট দিয়েছি। কিন্তু তখন আমার দল ক্ষমতায় ছিল না”।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version