Sunday, May 4, 2025

শিশির-মুকুলের মধ্যেই কেউ অডিও ফাঁস করেছেন! শাহকে পাল্টা জবাব ডেরেকের

Date:

নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটিয়ে পোলিং এজেন্ট(polling agent) নিয়োগের নিয়ম বদল ঘটিয়েছে বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে বিজেপি নেতা মুকুল রায়(Mukul Roy) ও শিশির বাজোরিয়ার কথোপকথনের অডিও পাস করেছে তৃণমূল। এরপরই বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তোলা হয়। কিভাবে দুজনের কথোপকথন এভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ অমিত শাহ(Amit Shah)। রবিবার সাংবাদিক বৈঠক করে সে প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। শাহকে রীতিমত ব্যঙ্গ করে তিনি বলেন, হয়তো দুজনের মধ্যে কেউ এই অডিও ফাঁস করে দিয়েছেন।

উল্লেখ্য, শনিবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এর পাল্টা দিয়ে শনিবার সন্ধ্যায় মুকুল রায় ও শিশির বাজোরিয়ার অডিও প্রকাশ্যে আনা হয় তৃণমূলের তরফে। যেখানে শোনা যায় ওই দুই বিজেপি নেতা বুথের পোলিং এজেন্ট সংক্রান্ত নিয়মে বদল আনার বিষয়ে কথোপকথন করছেন। এরপরই এই নিয়মে বদল আনে কমিশন। অভিযোগ ওঠে বিজেপির চাপেই কোনরকম সর্বদলীয় আলোচনা ছাড়া নিয়ম বদল করেছে কমিশন।

আরও পড়ুন:মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় বাবুলের! প্রবল সমালোচনার মুখে টালিগঞ্জের বিজেপি প্রার্থী

যদিও বিজেপির তরফে এদিন অমিত শাহ জানান, আমরা গোটা বিষয়টি লিখিত আকারে কমিশনের কাছে দিয়েছিলাম। এখানে কোনো লুকোচুরি ছিল না। পাশাপাশি প্রশ্ন তোলা হয়, এই অডিও তৃণমূলের হাতে কীভাবে গেল? তবে কি নির্বাচন কমিশন প্রশাসনিক দায়িত্বে থাকলেও গোয়েন্দারা ফোন ট্যাপ করছেন এবং তা তৃণমূলের হাতে তুলে দিচ্ছেন? বিজেপির অভিযোগের পাল্টা দিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করে ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দিলেন, হয়তো দুজনের মধ্যে থেকেই কেউ একজন এই অডিও টেপ ফাঁস করে দিয়েছেন।

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version