Sunday, August 24, 2025

শিশির-মুকুলের মধ্যেই কেউ অডিও ফাঁস করেছেন! শাহকে পাল্টা জবাব ডেরেকের

Date:

নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটিয়ে পোলিং এজেন্ট(polling agent) নিয়োগের নিয়ম বদল ঘটিয়েছে বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে বিজেপি নেতা মুকুল রায়(Mukul Roy) ও শিশির বাজোরিয়ার কথোপকথনের অডিও পাস করেছে তৃণমূল। এরপরই বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তোলা হয়। কিভাবে দুজনের কথোপকথন এভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ অমিত শাহ(Amit Shah)। রবিবার সাংবাদিক বৈঠক করে সে প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। শাহকে রীতিমত ব্যঙ্গ করে তিনি বলেন, হয়তো দুজনের মধ্যে কেউ এই অডিও ফাঁস করে দিয়েছেন।

উল্লেখ্য, শনিবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এর পাল্টা দিয়ে শনিবার সন্ধ্যায় মুকুল রায় ও শিশির বাজোরিয়ার অডিও প্রকাশ্যে আনা হয় তৃণমূলের তরফে। যেখানে শোনা যায় ওই দুই বিজেপি নেতা বুথের পোলিং এজেন্ট সংক্রান্ত নিয়মে বদল আনার বিষয়ে কথোপকথন করছেন। এরপরই এই নিয়মে বদল আনে কমিশন। অভিযোগ ওঠে বিজেপির চাপেই কোনরকম সর্বদলীয় আলোচনা ছাড়া নিয়ম বদল করেছে কমিশন।

আরও পড়ুন:মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় বাবুলের! প্রবল সমালোচনার মুখে টালিগঞ্জের বিজেপি প্রার্থী

যদিও বিজেপির তরফে এদিন অমিত শাহ জানান, আমরা গোটা বিষয়টি লিখিত আকারে কমিশনের কাছে দিয়েছিলাম। এখানে কোনো লুকোচুরি ছিল না। পাশাপাশি প্রশ্ন তোলা হয়, এই অডিও তৃণমূলের হাতে কীভাবে গেল? তবে কি নির্বাচন কমিশন প্রশাসনিক দায়িত্বে থাকলেও গোয়েন্দারা ফোন ট্যাপ করছেন এবং তা তৃণমূলের হাতে তুলে দিচ্ছেন? বিজেপির অভিযোগের পাল্টা দিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করে ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দিলেন, হয়তো দুজনের মধ্যে থেকেই কেউ একজন এই অডিও টেপ ফাঁস করে দিয়েছেন।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version