এদিন আড়িয়াদহ ঘাট থেকে নৌকায় চড়ে রঙের উৎসব পালন করেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। মদন মিত্র বলেন, “রাজনীতি নয়, আজ সবার রঙে রং মেলাতে হবে”। এবার বেহালা পূর্বের বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার আর পশ্চিমে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মদন মিত্রর সঙ্গে দোল খেলতে হাজির তাঁরাও।
কামারহাটি তৃণমূল প্রার্থী বলেন, “দোল শ্রীচৈতন্য মহাপ্রভুর উৎসব। এদিনে রাজনীতি কোনও বাধা হতে পারে না। কোনও বিভেদ ছাড়াই রঙের এই উৎসবে সামিল হওয়াই বাংলার সংস্কৃতি”। মদন মিত্র সঙ্গেই উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debansu Bhattacharya)।
রাজনীতির প্রচারে গিয়ে এ বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কী কথা বলবেন না মদন? এ প্রশ্নের উত্তরে পোড়খাওয়া তৃণমূল নেতা জানালেন, লড়াইটা দলের সঙ্গে, ব্যক্তিকেন্দ্রিক নয়। তাঁর হয়ে প্রচারে এঁদের দেখা যেতে পারে? মদন মিত্র বলেন ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না। মদন মিত্রের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:অবিশ্বাস্য! মাত্র ১১৯ টাকায় পেতে পারেন রান্নার গ্যাস সিলিন্ডার