Sunday, November 9, 2025

রং মিলান্তি: তিন সেলেব বিজেপি প্রার্থীর সঙ্গে রং খেলা মদনের

Date:

বুরা না মানো হোলি হ্যায়… রাজনীতির রং দূরে সরিয়ে রং মিলান্তিতে মাতলেন কামারহাটি তৃণমূল (Tmc) প্রার্থী মদন মিত্র (Madan Mirta)। আর সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন রাজনৈতিক মহলে। রবিবার, গঙ্গাবক্ষে কামারহাটির তৃণমূল প্রার্থীর সঙ্গে দোলের অনুষ্ঠানে হাজির ছিলেন তিন বিজেপি (Bjp) প্রার্থী- শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar) ও তনুশ্রী চক্রবর্তীকে (Tanushree Chakraborty)।

এদিন আড়িয়াদহ ঘাট থেকে নৌকায় চড়ে রঙের উৎসব পালন করেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। মদন মিত্র বলেন, “রাজনীতি নয়, আজ সবার রঙে রং মেলাতে হবে”। এবার বেহালা পূর্বের বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার আর পশ্চিমে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মদন মিত্রর সঙ্গে দোল খেলতে হাজির তাঁরাও।

কামারহাটি তৃণমূল প্রার্থী বলেন, “দোল শ্রীচৈতন্য মহাপ্রভুর উৎসব। এদিনে রাজনীতি কোনও বাধা হতে পারে না। কোনও বিভেদ ছাড়াই রঙের এই উৎসবে সামিল হওয়াই বাংলার সংস্কৃতি”। মদন মিত্র সঙ্গেই উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debansu Bhattacharya)।

রাজনীতির প্রচারে গিয়ে এ বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কী কথা বলবেন না মদন? এ প্রশ্নের উত্তরে পোড়খাওয়া তৃণমূল নেতা জানালেন, লড়াইটা দলের সঙ্গে, ব্যক্তিকেন্দ্রিক নয়। তাঁর হয়ে প্রচারে এঁদের দেখা যেতে পারে? মদন মিত্র বলেন ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না। মদন মিত্রের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:অবিশ্বাস্য! মাত্র ১১৯ টাকায় পেতে পারেন রান্নার গ্যাস সিলিন্ডার

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version