শনিবারই নন্দীগ্রামের ‘তৎকাল’ বিজেপি নেতা প্রলয় পালের (Pralay Paul) সঙ্গে তৃণমূল নেত্রীর একটি কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে আসে। যদিও সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তবে সেই টেপ এখন আলোচনার কেন্দ্রে। ঘটনাচক্রে তার পরের দিনই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। এ বিষয়ে তিনি কিছু বলেন কি না সেটাই দেখার।
১ এপ্রিল নন্দীগ্রামে ভোট গ্রহণ। এবারের বিধানসভা ভোটে নন্দীগ্রাম আলোচনার কেন্দ্রবিন্দু। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। দ্বিতীয় দফার নির্বাচনে আপাতত সেই কেন্দ্রে নজর সবার।
আরও পড়ুন:ফের রক্তাক্ত মায়ানমার, সেনার গুলিতে মৃত ৯১