Sunday, August 24, 2025

গভীর জটে জোট! আদর্শগত আপত্তিতে তৃণমূলে আইএসএফের শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

বাংলায় শুরু হয়ে গিয়েছে একুশের ভোটযুদ্ধ। প্রথম দফার ভোট হয়েছে ২৭ মার্চ শনিবার। আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট হবে। ওইদিনই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ভোট। তার আগে তৃণমূল ভবনে এসে আইএসএফের বেশ কয়েকজন সদস্য যোগ দিলেন তৃণমূলে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।
সোমবার ফিরহাদ হাকিমের হাত থেকে পতাকা তুলে নেন আইএসএফের সদস্য কওসর আলি মল্লিক ওরফে হাজি মহম্মদ, আবদুল মেনন, আবদুল মাহবুদ প্রমুখ। সিপিএমের সঙ্গে আইএসএফের জোট নিয়ে আদর্শগত আপত্তি থাকার কারণেই এই দলত্যাগের সিদ্ধান্ত বলে জানান তাঁরা। এর ফলে ভোটের আগে শক্তি হারাল বাম-কংগ্রেস জোটে সামিল হওয়া আব্বাস সিদ্দিকির আইএসএফ।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবার বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস আইএসএফের অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি। ভালোভাবে নেয়নি আইএসএফের অনেক নেতাও।
হাজি মহম্মদ, আবদুল মেনন, আবদুল মাহবুদ-রা বামেদের সঙ্গে আইএসএফের অন্তর্ভুক্তি মেনে নিতে পারেননি। তাই তাঁরা ভোটের আগে দলবদলের সিদ্ধান্ত নিলেন। তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। হাজি সাহেব ছিলেন আইএসএফের ভাইস প্রেসিডেন্ট এবং দুই ২৪ পরগনার পর্য়বেক্ষক। আবদুল মেনন, আবদুল মাহবুদ ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কমিটির সদস্য।

 

Advt

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...