Thursday, August 28, 2025

অসহায় প্রশাসন! বিধিভঙ্গে বাধা দেওয়ায় পুলিশকে জুতোপেটা করল বিজেপি সমর্থকরা

Date:

অসহায় প্রশাসন!  ক্ষমতায় থাকলে ঠিক কী কী করা যায়, তা আরও একবার করে দেখাল যোগী রাজ্য। স্নান করতে যাওয়ার জন্য রেলিং টপকে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছিল। যা বেআইনি। তাই বাধা দিয়েছিল পুলিশ। আর তাতেই পালটা পুলিশের উপর চোটপাট শুরু করে বিজেপি-সঙ্ঘ সমর্থকরা। বাধা দিয়েই পুলিশ বিজেপি কর্মীদের কার্যত ‘ অপমান’ করেছে এমন দাবি তুলে শনিবার দিনভর দফায় দফায় পুলিশকে পেটাল তারা। তাদের সঙ্গে যোগ দেয় বিজেপি কর্মী সমর্থকরাও। পুলিশের উপর তারা এতটাই ক্ষুব্ধ যে চটি খুলেও প্রকাশ্যে রাস্তায় মারতে থাকে পুলিশকে। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।  উল্টে পুলিশকেই তাঁদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়েছে। গোটা ঘটনায় উদাসীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কোথাও কোনও প্রতিক্রিয়া দিলেন না তিনি।

শনিবার মথুরায় এই ঘটনা ঘটার পর দিনভর কোথাও পুলিশের মাথায় হেলমেট দিয়ে, কোথাও চটি দিয়ে পেটান বিজেপি-সঙ্ঘ কর্মীরা। পাশাপাশি পুলিশকে মারধরের মাঝেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিও তোলেন বিজেপি-সঙ্ঘ কর্মীরা। ভিড়ের মধ্যে অন্য পুলিশ কর্মীরা থাকলেও তাঁদের বেশির ভাগই সহকর্মীকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে বিজেপি কর্মীদের বোঝাতে থাকেন। শেষে পুলিশ পেটানো দেখতে জমা হওয়া ভিড় ঠেকাতে রীতিমতো ঘনঘন বাঁশি বাজিয়ে ভিড় নিয়ন্ত্রণ করেন আরেক পুলিশ কর্মী। শেষমেশ বিজেপি সমর্থকদের শান্ত করতে তাদের দাবি মেনে চার পুলিশের বিরুদ্ধে আরএসএস প্রচারককে ‘খুনের চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে! শনিবার এই ঘটনায় আবারও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়ল যোগী রাজ্য।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version