Monday, November 10, 2025

‘ভোটের সময় তুই আমার পা জখম করেছিস’, নাম না করে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন মমতা

Date:

নন্দীগ্রামের(Nandigram) বিরুলিয়াতে প্রচারে গিয়ে পায়ে চোট পাওয়ার পর বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা। এবার নাম না করে সরাসরি এই চোট লাগার জন্য শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari) কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়ে দিলেন, ‘নির্বাচনের সময় তুই আমার পা যখন করেছিস। তোমার নির্দেশ ছাড়া এটা হতে পারে না।’

সোমবার ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো করার পর বয়ালে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখানেই সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানায় নিয়ে মমতা বলেন, ‘আমার খেলা খেলি ভদ্র ভাবে। কিন্তু আমার সঙ্গে কেউ লাগতে এসো না। আমার সঙ্গে লাগলে আমি আগুনের মত ঝরি। আমাকে আঘাত করলে আমি সিংহের মতো ঝাঁপিয়ে পড়ি।’ এরপরই শুভেন্দুকে তোপ দেগে মমতা বলেন, ‘আমি বাইরের মেয়ে? তুই বেটা হরিদাস কাঁথির ছেলে, কী করে বেড়াস, তুই কবে নন্দীগ্রামের ছেলে হলি! তুই তো দালালি করে গেছিস। সিপিএমের দালালি করেছিস, বিজেপির দালালি করেছিস।’

আরও পড়ুন:অসহায় প্রশাসন! বিধিভঙ্গে বাধা দেওয়ায় পুলিশকে জুতোপেটা করল বিজেপি সমর্থকরা

এরপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মমতা আরো বলেন, ‘আমাকে তোরা চোট করেছিস। আমি চেপে গেছি ভদ্রতা করে। ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস। আজ আমায় হুইলচেয়ারে করে মিটিং করে যেতে হচ্ছে। এটা কষ্টকর তোমার নির্দেশ ছাড়া এটা হতে পারে না। কোনও নন্দীগ্রামের লোক করেনি বহিরাগত গুন্ডাদের দিয়ে এটা করেছ তুমি।’ যদিও মমতা বন্দ্যপাধ্যায়ের মন্তব্যের পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, ‘শেষবেলায় নাটক করছেন উনি। তবে এই নাটক লোকে আর খাবে না। লোক সব বুঝে গেছে।’ পাশাপাশি নন্দীগ্রামে পুলিশ ঢোকানোর ঘটনায় অধিকারী পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার তুলেছেন সে প্রসঙ্গে বলেন, ‘নন্দীমা’ বইতে উনি যা লিখেছেন তা তাহলে মিথ্যা কথা।

Related articles

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...
Exit mobile version