Wednesday, August 27, 2025

দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। পয়লা এপ্রিল ভোট কাকদ্বীপে মঙ্গলবারই প্রচার শেষ। তার আগে সোমবার দলীয় প্রার্থী মন্টুরাম পাখিরা সমর্থনে প্রচারসভা করেন অভিষেক। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন পয়লা এপ্রিল বিজেপিকে এপ্রিলফুল করতে হবে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনে বিজেপির হাত ভেঙে দিয়েছে রাজ্যবাসী। প্রতি দফায় দফায় তাদের একটি করে অঙ্গ অকেজো হবে। দোসরা মে ফল ঘোষণার দিন বিজেপিকে বিসর্জন দেওয়া হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, বাংলার সব মানুষকে যদি তিনি ৫ লক্ষ টাকা করে দেন, তাহলে ভোটে লড়বে না তৃণমূল। অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহ বলেছেন, সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

মমতা সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ার রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে প্রচার করেন অভিষেক।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version