Monday, August 25, 2025

পুলিশের গুলিতে খতম ২ মহিলা সহ ৩ সন্দেহভাজন মাওবাদী। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরলিতে (Gadchiroli) পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর। গড়চিরলি জেলার খোব্রামেন্ধা জঙ্গলে এই সংঘর্ষ হয়। জঙ্গলটি ছত্তিশগড় বর্ডারের কাছে। সংঘর্ষের শেষে মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

গড়চিরলি রেঞ্জ পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সন্দীপ পাটিল বলেছেন, “ওই জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে। এই খবর প্রথম গোয়েন্দা সূত্রে আসে। খবর পেয়ে গড়চিরলি পুলিশের ‘সি ৬০’-র গ্রুপের কমান্ডোরা অভিযান চালান। জঙ্গলের মধ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। তাতে ২ মহিলা-সহ মোট ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে।” পাটিল আরও বলেন,”মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি ৩০৩ রাইফেলের ম্যাগাজিন, কার্তুজ, ৩টি প্রেসার কুকার বোমা, বৈদ্যুতিক তারের বান্ডিল, কয়েকটি সোলার প্লেট এবং প্রচুর পরিমাণে দৈনন্দিন ব্যবহারযোগ্য ওষুধ উদ্ধার হয়েছে।”

আরও পড়ুন-দেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিন’, রাহুল গান্ধীকে প্রস্তাব স্টালিনের

সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) একটি দল শনিবার খোব্রামেন্ধা জঙ্গলে তল্লাশি চালায়। সেখানে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। কিন্তু সেই সময় মাওবাদীরা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি প্রেসার কুকার বোমা উদ্ধার করে। সোমবার সকালে ফের ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তারপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version