Monday, November 10, 2025

শার্দুল ম্যাচের সেরা, ভুবি সিরিজের সেরা নয় কেন? প্রশ্ন বিরাটের

Date:

রবিবার পুনেতে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজ জিতলো ভারত।ভারত ম্যাচ জিতলেও এইদিন ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছে ইংল্যান্ডের স্যাম কারনকে। আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। শুধু ম্যাচের সেরাই নয় সেই সঙ্গে সিরিজ সেরা পুরস্কারও দেওয়া হল ইংল্যান্ডের জনি বেয়ারিস্টকে। যা দেখে রীতিমতো অবাক ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তিনি সাফ জানিয়ে দিলেন, ম্যাচের সেরা শার্দুল ঠাকুর এবং ভুবনেশ্বর কুমারকে সিরিজ সেরা বেছে না নেওয়ায় রীতিমতো অবাক হয়েছেন তিনি।
বিরাট বলেন, ‘আমি হতবাক যে ও (শার্দুল) ম্যাচের সেরা হয়নি। চার উইকেট (নিয়েছে) এবং ৩০ রান (করেছে)।’
একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচে ১০ ওভারে ৬৭ রান দেন শার্দুল। তাও নিজের শেষ ওভারে ১৮ রান খরচ করেন। সবমিলিয়ে ১০ ওভারে চারটি গুরুত্বপূর্ণ উইকেট (জোস বাটলার, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ) নেন। প্রতিটি উইকেটই ম্যাচের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ ছাপ রেখেছে। সেইসঙ্গে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করেছিলেন। যা শেষপর্যন্ত ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছে।
একইসঙ্গে সিরিজ সেরার ট্রফি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিরাট। প্রথম দুটি একদিনের ম্যাচ দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বেয়ারস্টোকে সেই ট্রফি দেওয়া হয়েছে। যদিও বিরাটের যুক্তি, ব্যাটসম্যানদের জন্য যে পিচ স্বর্গ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে ছয়ের নীচে ইকোনমি রেট নিয়ে সিরিজে বল করেছেন ভুবি। তাঁকে সিরিজের সেরা বেছে নেওয়ার জন্য ন্যূনতম ভাবনাচিন্তারও প্রয়োজন হয় না।

Related articles

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...
Exit mobile version