নন্দীগ্রাম থেকেই সিঙ্গুরে ভোট প্রচারে যাচ্ছেন মমতা

নন্দীগ্রামে পর্ব মেটার আগেই রাজ্য রাজনীতির আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে নজর দেবেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সিঙ্গুরের (Singur) মাটিতে ভোট প্রচারে যাচ্ছেন মমতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। বুধবার, সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী। যাবেন গোঘাটেও।

এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না (Becharam Manna)। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মমতা। সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। বুধবার, সেই সিঙ্গুরের সভা করবেন তৃণমূল সুপ্রিমো। আর তার আগে সভাস্থল থেকে শুরু করে সিঙ্গুর জুড়ে সাজসাজ রব। ইতিমধ্যেই আবার সিঙ্গুরের দুবারের তৃণমূল বিধায়ক মাস্টারমশাই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তাই সিঙ্গুর থেকে মমতা কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ছত্রধরের গ্রেফতারির পিছনে শুভেন্দু, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর

Advt

Previous articleবিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হামলা, রিপোর্ট তলব কমিশনের
Next articleদেশ জুড়ে কমল জ্বালানির দাম